আমুদরিয়া ডেস্ক : বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর থেকেই মহম্মদ ইউনুস মিডিয়ার সামনে অনেক কিছু বলছেন। যা নিয়ে সরকারিভাবে ভারত কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে ভারতের বিদেশ মন্ত্রকের একটি সূত্র বলেছে, তারা বাংলাদেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা কে কী বলছেন সে দিকে খেয়াল রাখছেন।
এই অবস্থায় চলতি মাসের শেষে নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের ৭৯ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। সে ক্ষেত্রে দুজনের আলাদা করে বৈঠক হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকেই। সত্যি বৈঠক হলে তা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত হবে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, দেশে তুমুল ছাত্র বিক্ষোভের জেরে গত ৫ অগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন।