সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম : শোলার সাজ বা ডাকের সাজ তৈরি করে স্বনির্ভর হচ্ছেন আলিপুরদুয়ার জেলার ভাটিবাড়ি এলাকার অনেক গ্রামীন মানুষ। শোলার সাজ বা ডাকের সাজ হলো এক ধরনের শোলা দিয়ে তৈরি বিভিন্ন দেব দেবীর অলংকার ও সাজ সজ্জার উপকরণ। গৃহ সজ্জার জন্যও বিভিন্ন সামগ্রী তৈরি হয় এই শোলা দিয়ে। শোলার তৈরি দেব দেবীর অলংকার সহ গৃহ সজ্জার সামগ্রী গুলি দৃষ্টি নন্দন ও ওজনে পালকের মতো হাল্কা হওয়ায় সমাজের সর্বস্তরের মানুষের কাছে কাছে এগুলির কদর রয়েছে। শোলা দিয়ে তৈরি এগুলোকে ডাকের সাজ বলা হয় কারন প্রথমদিকে এই বিশেষ ধরনের শোলা ডাক যোগে জার্মানি থেকে কলকাতায় নিয়ে আসা হতো। পরে কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের মাধ্যমে এই শোলা শিল্পীদের কাছে পৌঁছে যেত। ডাকের মাধ্যমে এই শোলা আনা হতো বলে এর নাম ডাকের সাজ।
প্রথম বিশ্ব যুদ্ধের সময় জার্মানি থেকে এই শোলা ডাকের মাধ্যমে আমদানী পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে দেশেই এই শোলার চাষ শুরু হয় ও শোলা শিল্পীরা দেশীয় শোলা দিয়েই ডাকের সাজ তৈরি করা শুরু করেন। ভাটিবাড়ির গ্রামীন সমাজের অনেক নারী পুরুষ এই শিল্পের সাথে জড়িত। এই শিল্প তাদের স্বনির্ভর হতে সহায়ক হয়েছে বলে জানান তারা। তারা বলেন বর্তমানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী এই শিল্পের প্রসারে নানা পরিকল্পনা গ্রহন করছে। শিল্পীদের হাতের শৈল্পিক ছোঁয়ায় নান্দনিক হয়ে ওঠা শোলার সাজ বা ডাকের সাজ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। ভাটিবাড়ির শোলা শিল্পীরা বলেন এই শিল্পকে আরও উন্নত করতে হলে সরকারি উদ্যোগে প্রশিক্ষন দেওয়া ও বিপনন করা প্রয়োজন।