আমুদরিয়া নিউজ : তেলেঙ্গানা পুলিশ ১৩ বছর তল্লাশির পরে মাওবাদী নেতা কিষেনজির স্ত্রী পোথুলা কল্পনা ওরফে সুজাতাকে গ্রেফতার করেছে। তাঁর মাথার দাম পুলিশ ধার্য করেছিল, ১ কোটি টাকা। ছত্তিশগড়ের সুকমা জেলায় একাধিক বড় মাওবাদী অপারেশনের সঙ্গে জড়িত বলে অভিযোগ।
পুলিশ জানায়, সুজাতা যখন চিকিৎসার জন্য তেলেঙ্গানার মেহবুবনগরে গিয়েছিলেন, তখন তাঁকে গ্রেফতার করা হয়েছে। ৩০ বছর ধরে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা এই নেত্রীর স্বামী কিষেনজি। তিনি ভারতের অন্যতম প্রধান মাওবাদী নেতা হিসেবে পরিচিত ছিলেন। ২০১১ সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে পুলিশের এনকাউন্টারে নিহত হন।