আমুদরিয়া নিউজ : এবছর ৩৬ তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলেন মার্টিনা সিংহ ও সোনালী বর্মন। ৩ থেকে ৫ ফেব্রুয়ারি কোচবিহার জেলার তুফানগঞ্জের বলরামপুর হাই স্কুলে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করেন দিনহাটার ১ নং ব্লকের সোনালী বর্মন। কঠিন প্রতিকূলতার মধ্যেও সঙ্গীতের প্রতি অদম্য ভালোবাসা ও অধ্যবসায়ের জোরে তিনি এই সাফল্য অর্জন করেন।
জানা গিয়েছে, তার বাবা-মা অসমে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সোনালীর এই সাফল্যে খুশি পরিবারের লোকজন থেকে শুরু করে গ্রামবাসীরা। চটকা বিভাগে প্রথম স্থান অর্জন করেন দার্জিলিং জেলার মাটিগাড়া ব্লকের মার্টিনা সিংহ। তার সাফল্যেও খুশি জেলার ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী থেকে শুরু করে শ্রোতারা।