আমুদরিয়া নিউজ : রাশিয়ার কাজান শহরে একের পর এক বিস্ফোরক বোঝাই ড্রোন হামলয তিনটি বহুতলের বিশাল ক্ষতি হয়েছে। শুক্রবার ওই হামলা হয়। রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেন হামলা চালিয়েছে। তবে কতজনের প্রাণহানি হয়েছে, কজন জখম তা এখনও স্পষ্ট নয়। রাশিয়া দাবি করেছে, একাধিকত ড্রোনকে রুখে দিতে পেরেছে তারা।