আমুদরিয়া নিউজ : মঙ্গলবার কুয়ালালামপুরের বাইরে মালয়েশিয়ার একটি শহরতলিতে গ্যাস পাইপলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেলাঙ্গর রাজ্যের মধ্যাঞ্চলীয় পুত্রা হাইটসে একটি গ্যাস স্টেশনের কাছে আগুন লাগে। জাতীয় তেল কোম্পানি পেট্রোনাস এক বিবৃতিতে জানিয়েছে যে সকাল ৮:১০ মিনিটে তাদের একটি গ্যাস পাইপলাইনে আগুন লাগে। আগুন নেভানো ও আহতদের উদ্ধারের চেষ্টা চলছে।
