আমুদরিয়া নিউজঃ পাড়া- প্রতিবেশী কয়েক জন মিলে প্রয়াগরাজে কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ কোচবিহারের মাথাভাঙ্গার এক বাসিন্দা। নিখোঁজ ওই ব্যক্তির নাম মহেন্দ্র বর্মন। তার বাড়ি মাথাভাঙ্গার পঁচাগড় এলাকায়। বয়স আনুমানিক ষাটের কাছাকাছি।পরিবার সূত্রে খবর, ২৬ জানুয়ারি মহেন্দ্র বাবু পাড়া প্রতিবেশীদের সঙ্গে কুম্ভ মেলার উদ্দশ্যে রওনা হন। মেলায় পৌঁছনোর পর মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টা নাগাদ তাঁর সঙ্গে মোবাইলে কথা হয়েছিল। তারপর থেকে তার হদিশ পাওয়া যাচ্ছে না। মেলায় গিয়ে প্রতিবেশীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। তারপর থেকে এখনও অবধি নিখোঁজ তিনি। তার সঙ্গে যারা গিয়েছেন তারা কুম্ভ মেলার সেক্টর অফিসে এই বিষয়ে জানিয়েছেন। পাশাপাশি পরিবারের পক্ষ থেকেও সেক্টর অফিসে যোগাযোগ করা হয়েছে মহেন্দ্র বাবুকে অনুসন্ধানের জন্য। তবে এখনও তাঁর কোন খোঁজ পাওয়া যায়নি। এমতাবস্থায় চরম উদ্বিগ্ন তাঁর পরিবারের লোকজন। চিন্তায় তাদের নাওয়া খাওয়া একরকম বন্ধ। তাঁর ছেলে মিন্টু বর্মন জানান, মঙ্গলবার বিকেলে শেষবার বাবার সাথে ফোনে কথা হয়েছিল। এরপর থেকে কোন খবর নেই। ভীষণ চিন্তায় আছি। মেলার সেক্টর অফিসে জানানো হয়েছে। পরিবারের লোকজনের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করছেন এলাকার বাসিন্দারাও।
