আমুদরিয়া নিউজ : দলিতদের প্রাপ্য সুযোগ সুবিধা দেওযার ব্যাপারে বিজেপি ও কংগ্রেস উভয় দলই উদাসীন বলে দাবি করলেন বহুজন সমাজ পার্টির নেতা মায়াবতী।
তিনি অভিযোগ করেন, প্রাপ্য সুবিধা পাচ্ছে না বলে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এখন বিপন্ন। মায়াবতীর অভিযোগ, বিজেপি এবং কংগ্রেস ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত সংরক্ষণের নীতিগুলি বজায় রাখতে পারছে না।
তিনি উল্লেখ করেন যে উভয় দলই ক্ষমতায় থাকা অবস্থায় প্রায়ই প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণের চেয়ে তাদের রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। তিনি দাবি করেন, এর ফলে দলিতদের শিক্ষা, কর্মসংস্থান এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের সুযোগ কমেছে। যদিও কংগ্রেস এবং বিজেপি আলাদাভাবে হলেও গোড়া থেকেই মায়াবতীর দলের বিরুদ্ধে দলিতদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে।