আমুদরিয়া নিউজ : সিকিমের গ্যাংটকে খুলল ম্যাকডোনাল্ড’স এর শাখা। অসমের পরে উত্তর পূর্ব ভারতের মধ্যে সিকিম হল দ্বিতীয় রাজ্য য়েখানে শাখা খুলল ম্যাকডোনাল্ডস। মূল সংস্থার ফ্র্যাঞ্চাইজি পার্টনার কনট প্লাজা রেস্তোরাঁ এটি খুলেছে।
বর্তমানে কন্ট প্লাজা রেস্তোরাঁ উত্তর ও পূর্ব ভারত জুড়ে ম্যাকডোনাল্ডের ১৯০টি শাখা খুলেছে। রয়েছে ৭৫টি ম্যাক ক্যাফে।
গ্যাংটকের রেস্তোরাঁটি প্রায় আড়াই হাজার স্কোয়ার ফুট জায়গা নিয়ে।
যেখানে ১১৬ জন বসতে পারেন।