সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ২৩ জানুয়ারি: বৃহস্পতিবার জেলায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই খুলে গেলো আলিপুরদুয়ার একালচিনি ব্লকের মেচপাড়া চা বাগান। উল্লেখ্য চলতি মাসের আট তারিখ রাতে চা বাগানের ফ্যাক্টরি গেটে সাসপেনসন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে চা বাগান ছেড়ে চলে যায় মালিকপক্ষের লোকজন। এর জেরে বিপাকে পড়েন চা বাগানের তেরশো শ্রমিক। মঙ্গলবার সহকারি শ্রম কমিশনারের দপ্তরে আয়োজিত ত্রিপাক্ষিক বৈঠকের সিদ্ধান্ত অনুসারে বৃহস্পতিবার সকাল থেকে খুলে দেওয়া হয় চা বাগান। বাগান খুলে যাওয়ায় খুশী শ্রমিকরা।
