আমুদরিয়া নিউজ : চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষাই হোক কিংবা স্কুল-কলেজের, রাজ্য ও দেশ জুড়ে বারবার উঠে এসেছে পরীক্ষা সংক্রান্ত অস্বচ্ছতার একাধিক অভিযোগ। অবশেষে বড়সড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ডাক্তারি পরীক্ষায় ঘাড় ঘোরাতে পারবেন না পরীক্ষার্থীরা! পরীক্ষা হলে চলবে লাইভ স্ট্রিমিং।
পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত সিসিটিভির নজরদারিতে থাকবেন পড়ুয়ারা। শুধু তাই নয়। পরীক্ষার্থীদের দুই সারির মাঝে সামনের দিকে ন্যূনতম ৩৬ ইঞ্চি ও পেছনের দিকে ১২ ইঞ্চি দূরত্ব রাখা হবে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভবনে হবে পরীক্ষার সরাসরি সম্প্রচার। ফুটেজ এক বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন কর্তৃপক্ষ। প্রয়োজনে একাধিক ঘরে হবে পরীক্ষা। কিন্তু কড়া প্রহরার সাথে কোনরকম আপোস করা হবে না, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।