আমুদরিয়া নিউজ : আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীঘ্রই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হতে পারে। বৃহস্পতিবার খোদ ট্রাম্প এ খবর দিযেছেন সংবাদ সংস্থাকে। প্রসঙ্গত, ট্রাম্প আগেই বলেছেন, তিনি প্রেসিডেন্ট হলে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ যাতে বন্ধ হয় সেই চেষ্টা করবেন। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার পরে কবে বৈঠক হতে পারে তা স্পষ্ট করে জানাননি তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারির শেষে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু করেছে রাশিয়া। এখনও যুদ্ধ থামার লক্ষণ নেই।
