আমুদরিয়া নিউজঃ পৃথিবীর সবুজতা দিন দিন হ্রাস পাচ্ছে। পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না, দেখা দিচ্ছে তীব্র জল কষ্ট, খরা, হ্রাস পাচ্ছে অক্সিজেনের পরিমাণ। তাই দরকার সবুজ অরন্য। গাছপালা লাগাতে হবে। পৃথিবীর আবার সবুজ হবে, সেই বার্তা দেওয়া হয়েছে ঘোষ পাড়ার পুজোতে।
সম্পূর্ন পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে মন্ডপ তৈরি করা হয়েছে। ব্যবহার করা হয়েছে মাটির ভাড়, মটকা, মাটির লণ্ঠন, মাটির ঘন্টা, গাছের শুকনো ডাল ইত্যাদি। মাতৃ মূর্তির রূপদান করা হয়েছে থিমের সঙ্গে সাযুজ্য রেখে।