আমুদরিয়া নিউজ : ভারতের যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দাবি মেনে ক্ষমা চাইল মার্ক জুকেরবার্গের নেতৃত্বাধীন মেটা কর্তৃপক্ষ। মঙ্গলবার নিশিকান্ত দুবে সোশাল মিডিয়ায় জানান, ভারতে গত লোকসভা ভোটে কেন্দ্রের শাসক দল পরাজিত হয়েছে বলে মেটার কর্ণধার জুকেরবার্গ যা বলেছেন তা মিথ্যে, সে জন্য দুঃখপ্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে। না হলে মেটাকে সংসদে তলব করা হতে পারে বলে আভাস মেলে। এর পরেই ভারতের মেটা কর্তৃপক্ষ মার্ক জুকেরবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। মেটা ইন্ডিয়ার পক্ষে জানানো হয়েছে, জুকেরবার্গ যা বলেছেন তা কয়েকটি দেশের ব্যাপারে সত্যি হলেও ভারতের ক্ষেত্রে খাটে না।
তিনি স্পষ্টভাবে বলে দেন, অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। মেটার কাছে ভারতের অপরিসীম গুরুত্ব রয়েছে এবং তাঁরা তা আরও দৃঢ় করতে বদ্ধপরিকর। যা শোনার পরে নিশিকান্ত দুবে জানান, এটা ভারতবাসীর জয়। ঘটনা হল, কদিন আগে মার্ক জুকেরবার্দ এক পডকাস্টে বলেছেন, সম্প্রতি ভারত সহ কয়েকটি দেশে যে ভোট হয়েছে তাতে ক্ষমতাসীন দল হেরেছে। তার কয়েকটি কারণও তিনি উল্লেখ করে সেখানে। অথচ ভারতে ক্ষমতাসীন এনডিএ জোট ফের ক্ষমতাসীন হয়েছে। তাতেই ভারত সম্পর্কে মিথ্যে তথ্য বলার দোষে অভিযুক্ত হন মেটা প্রধান।