আমুদরিয়া নিউজ: ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডস এর অধিকর্তা মেটা এদিন ভারী সংখ্যায় অনাপত্তিজনক এলজিবিটিকিউ পোস্ট মুছে ফেলার কারণ জানাল। প্রযুক্তিগত ভুলের কারণেই নাকি এতগুলো পোস্ট মুছে গেছে বলে তাঁর দাবি।
এই পোস্টগুলি মুছে ফেলার পর তাদের সতর্কবাণীও পাঠানো হয়েছে, তাতে বলা হয় তারা এমন কিছু পোস্ট করেছে, যা অপরাধমূলক বা আক্রমণাত্মক এবং এই কারণে পোস্টটি কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যায়। যদিও এই ভুলের কারণে মেটা ক্ষমা চেয়েছে।