আমুদরিয়া নিউজ: লস অ্যাঞ্জেলেসের বহুজাতিক মার্কিন প্রযুক্তি সংস্থা মেটা থেকে চাকরি খোয়ালেন ২৪ জন কর্মী। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, খাবার কেনার জন্য প্রতিষ্ঠানের বরাদ্দ ২৫ ডলার মূল্যের ক্রেডিট ব্যবহার করে টুথপেস্ট, ডিটারজেন্ট ও ওয়াইন গ্লাসের মতো পণ্য কিনেছেন।
এক কর্মী স্বীকার করেছেন, তিনি ওই ক্রেডিট ব্যবহার করে টুথপেস্ট ও চা পাতার মতো পণ্য কিনেছেন। ওই কর্মীর বার্ষিক বেতন ছিল চার লাখ ডলার। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে কর্মীরা অফিসে না থেকেও খাবার অর্ডার করে বাড়িতে পাঠাতেন। গত সপ্তাহে তদন্তের পর এই কর্মীদের বরখাস্ত করা হয়।