আমুদরিয়া নিউজ : অগস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিশেল এবার জেলমুক্তির পথে। ২০১৮ সাল থেকে দিল্লির তিহাড় জেলে বন্দি ছিলেন মিশেল।তবে, সিবিআইয়ের পর এবার ইডির মামলাতেও জামিন পেতে চলেছেন তিনি। প্রসঙ্গত, ৩ হাজার ৬০০ কোটি টাকার হেলিকপ্টার দুর্নীতি মামলায় নাম রয়েছে বেশ কয়েকজন ভারতীয় রাজনৈতিক-সহ প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগীরও। তার মধ্যেই মিশেলের নামও ছিল।
