আমুদরিয়া নিউজ : ৫০ তম বার্ষিকীর অনুষ্ঠানে ব্যাঘাত ঘটানোয় ২ কর্মচারীকে ছাঁটাই করল মাইক্রোসফট। জানা গিয়েছে, ইবতিহাল আবৌসাদ ইজরায়েল সরকারকে মাইক্রোসফটের গ্রাক তালিকা থেকে বাদ দেওয়ার দাবি করেছিলেন। তিনি কোম্পানির এআই প্রধান, মুস্তাফা সুলেমানের বক্তৃতার সময় বাধা দেন। পরে ভানিয়া আগরওয়াল নামের আরেক কর্মচারী মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এবং বিল গেটস ও স্টিভ বলমারের একটি প্রশ্নোত্তর পর্বে ইজরায়েল নিয়ে আপত্তি করেন। শুক্রবার এই ঘটনার পর তাঁদের অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে একটি ইমেল করে তাঁদের জানানো হয়েছে, অনুষ্ঠানে অসদাচরণের কারণে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
