আমুদরিয়া নিউজ : প্রেস কনফারেন্সের মধ্যে জঙ্গিরা স্বয়ক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়ে ২ জন সাংবাদিক ও ১ জন পুলিশ অফিসারকে হত্যা করেছে। মঙ্গলবার হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সে একটি সরকারি হাসপাতালে ঘটনাটি ঘটে। বিবিসির খবর অনুসারে, ওই হামলায় আরও বহুজন জখম হয়েছেন। তাঁদের মধ্যে ফটোগ্রাফারদের কয়েকজনের অবস্থা গুরুতর। নিহত সাংবাদিকদের নাম মার্কেঞ্জি নাথুক্স এবং জিমি জিন। ওই হাসপাতালটি দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছিল। ফের তা চালু করা হবে। সে জন্য প্রেস কনফারেন্স করে ঘোষণা করছিলেন সরকারি কর্তারা।সে সময়ে জঙ্গি হামলা হয়। হাইতির প্রেসিডেন্ট ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান লেসলি ভলতেয়ার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
২০২১ সালে সে সময়কার প্রেসিডেন্ট জোভেনেল মোয়েসকে হত্যার পর থেকেই হাইতিতে জঙ্গি দৌরাত্ম্য বেড়েছে। রাজধানীর প্রায় ৮০ শতাংশ অঞ্চল জঙ্গিদের দখলে রয়েছে। গত এপ্রিলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তার পরেও জঙ্গি দৌরাত্ম্য কমেনি। জানা গিয়েছে, ভিভ আনসানম জঙ্গি গোষ্ঠী হামলা চালিয়েছে। রাষ্ট্রসঙ্ঘের হিসেব অনুসারে, এ বছর জঙ্গি হামলায় হাইতিতে অন্তত ৫০০০ জন নিহত হয়েছেন।