আমুদরিয়া নিউজ : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি শহরে সেনা ছাউনিতে গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে আত্মঘাতী হামলা চালাল জঙ্গিরা। তাতে জঙ্গিরা ৫ জন মারা গিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা জানিয়েছে, ২৫ জনের বেশি আহত হয়েছেন। মঙ্গলবার ইফতারের পরেই ওই হামলা হয়।
