আমুদরিয়া নিউজ : সিরিয়ার একটি গণকবরে কমপক্ষে এক লক্ষ মানুষের দেহের হদিস মিলেছে। দেশ থেকে পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমলে তাঁদের হত্যা করা হয়েছে বলে পর্যবেক্ষক সংস্থার সন্দেহ।। পর্যবেক্ষক সংস্থার মুখপাত্র সোমবার এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন। রাজধানী দামাস্কাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে আল কুতায়ফাহ নামের ওই গণকবর রয়েছে। পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, সিরিয়ায় গত কয়েক বছরের তিনি যে পাঁচটি গণকবরের সন্ধান পেয়েছেন, এটা তারই একটি।
তিনি বলেন, এখানে অন্তত এক লাখ মানুষকে পুঁতে ফেলা হয়েছে। ২০১১ সালে বাশার আল আসাদের বিরুদ্ধে সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়। তা দমাতে স্বৈরচারী বাশার আল আসাদ নির্বিচারে খুন করেছিলেন বলে সন্দেহ।