আমুদরিয়া নিউজ : আটলান্টিক মহাসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় মিল্টন আরও শক্তি সঞ্চয় করেছে। এটি বিপজ্জনক ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। এর প্রভাবে ফ্লোরিডায় ব্যাপক বৃষ্টি ও বন্যা দেখা দিতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, হারিকেনের গতিপথ একই থাকলে এটি গত ১০০ বছরের মধ্যে টাম্পার সবচেয়ে বিধ্বংসী ঝড় হবে। এটি এখনো ফ্লোরিডা উপকূলে অবস্থান করছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চিহ্নিত এলাকাবাসী নিরাপদে চলে যাওয়াই ভাল হবে।