আমুদরিয়া নিউজ : নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস ফুটপাতে উঠে পর পর পথচারীদের ধাক্কা দেওয়ায় অন্তত ১০ জন জখম হয়েছেন। শুক্রবার সকালে কলকাতার বড়বাজার এলাকার ঘটনা। জখমদের মধ্যে এক মহিলা মৃত্যু হয়েছে। তাঁর নাম নাজু বিবি (৬০)। জখমদের কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
বাসটি হাওডা় থেকে শিয়ালদহ যাচ্ছিল।