আমুদরিয়া নিউজ : বিহারের এক মন্ত্রী ব্রিজবিহারি প্রসাদকে খুনের দায়ে একজন প্রাক্তন বিধায়ক সহ ২ জন যাবজ্জীবন জেলের সাজা দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ওই রায় হয়েছে। সাজাপ্রাপ্তরা জামিনে মুক্ত হয়ে বইরে আচেন। সুপ্রিম কোর্ট তাঁদের ১৫ দিনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে। সাজাপ্রাপ্তদের নাম মন্টু তেওয়ারি ও প্রাক্তন বিধায়ক মুন্না শুক্লা।