আমুদরিয়া নিউজ : মালিকের কাছে বসেছিল পোষ্য বিড়ালটি। অনেকক্ষণ ধরেই কিছু চায় প্রাণীটি। মালিকের দিকে তাকিয়ে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছিল। মালিক চুপটি করে বসে আছেন। নড়েনও না চড়েনও না। পোষ্য কী চায় তিনি হয়তো জানেন। তবে তিনিও দেখতে চান তার সাধের পোষ্য কোনওভাবে ইশারা করতে পারে কি না। বিড়ালটি এবার মালিকের হাত তার থাবা দিয়ে ধরে নেয়। দিয়ে তার মাথার দিকে ইঙ্গিত করে। পোষ্যটি আর কিছুই চায় না। চায় একটু আদর। পোষ্যের আবদার করার অপেক্ষাতেই ছিলেন মালিক। খুব আদর করেন পোষ্যটিকে। মালিক ও পোষ্যের এমন সোহাগ দেখে বিগলিত নেটপাড়া।
