আমুদরিয়া নিউজ : প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা, শিশু শিক্ষা কেন্দ্র, সি ডাবলিউ এস এন সমূহের চল্লিশতম বার্ষিক রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার আসর বসছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে। আলিপুরদুয়ার জেলা থেকে অংশগ্রহণের উদ্দেশ্যে ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে, বৃহস্পতিবার নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে তিস্তা তোর্সা এক্সপ্রেসে রওনা হলেন, আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান, পরিতোষ বর্মন সহ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগন। আলিপুরদুয়ার জেলাবাসী খুদে খেলোয়াড়দের সফলতা প্রার্থনা করছেন।
