আমুদরিয়া নিউজ: বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা। তাকে উদ্ধার করে হাওড়ার লিলুয়ায় সরকারি হোমে পাঠায় পুলিশ। এদিকে সন্তান হলে তাকে হোমে রেখে যেতে হবে অভিযোগ সেই সরকারি হোমে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির এক আধিকারিকের বিরুদ্ধে। সেই অভিযোগ নিয়ে নাবালিকার পরিবার মামলা করে হাইকোর্টে।
সদ্যোজাতকে তাদের কাছে দিয়ে যেতে বলার কোনও অধিকার হোমের নেই, ঘোষণা করে আদালত। নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে হোম। উল্টে নাবালিকার বিয়ের কথা স্বীকার করায় তার দায়ে নাবালিকার বাবা-মা কেন গ্রেপ্তার হবেন না? পরিবারকে গ্রেপ্তারির হুঁশিয়ারি সিডব্লিউসির চেয়ারপার্সন চন্দ্রিমা চক্রবর্তীর।