আমুদরিয়া নিউজ : আমেরিকার মসনদে ফের ডোনাল্ড ট্রাম্প। বুধবারের ফলাফল ঘিরে তুমুল চর্চা শুরু হয় বাংলাতেও। এরই মাঝে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের বাংলা সফর ও তাঁর বক্তৃতায় বাংলা শব্দের বিকৃত উচ্চারণ মনে করে হাসির রোল উঠেছে সামাজিক মাধ্যমে। ভারতের মঞ্চে দাঁড়িয়ে সেবার বক্তব্য রাখতে গিয়ে স্বামী বিবেকানন্দের নাম উচ্চারণ করতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছিলেন ট্রাম্প।
প্রথমবার বিবেকানন্দকে ‘বিবেকামুন্নন’ শুনে হকচকিয়ে যায় ভারতবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে দেশের অন্যতম অতিথি হয়ে আসা ট্রাম্পকে নিয়ে হাসাহাসি কম হয়নি।
সেই স্মৃতিই যেন আরও একবার উস্কে দিলেন বাচিকশিল্পী ও কৌতুকপ্রিয় অভিনেতা মীর।
রসিকতা করেই তিনি লিখলেন, জিতেছেন ভাল কথা। কিন্তু ফের ভারতে এসে বিবেকামুন্নন বললে রাগ করব।