আমুদরিয়া নিউজ: গত সপ্তাহে থাই-মায়াম্মার সীমান্ত থেকে নিখোঁজ অভিনেতা ওয়াং জিং ( ২২) উদ্ধার হলেন মায়াম্মার থেকে। ওই চিনা অভিনেতা পাচার চক্রের ফাঁদে পড়েছিলেন বলে সন্দেহ। উত্তর থাইল্যান্ডের তাক অঞ্চল বেআইনি অপরাধমূলক কার্যকলাপের জন্য বিশেষ পরিচিত. কয়েকটি গ্যাং তা চালায়। কাজেই পাচারের মত ঘটনা সেখানে স্বাভাবিক বললেই চলে। এদিন অভিনেতাকে সুস্থভাবে উদ্ধার করা হয়। এবং তিনি কোনো ভাবে অত্যাচারিত বা অসম্মানিত হননি বলে জানিয়েছে পুলিশ।