আমুদরিয়া নিউজ : গত শনিবার ক্রান্তির স্থানীয় এলাকায় একটি হাতিকে পে লোডার দিয়ে আঘাত করা হয়। হাতিটি জখম হয়। পরে পে লোডারের সেই চালক গ্রেফতার হয়েছেন। তবে, আহত হাতিটির এখনও কোন খোঁজ মেলেনি। হাতিটি সম্ভবত আপালচাঁদের ফুলঝোড়ার বনে রয়েছে, অনুমান বনবিভাগের। হাতিটির দেখা মিললেও দ্রুত তার চিকিৎসা শুরু হবে বলে আশ্বাস দেন বনাধিকারিকরা।
