আমুদরিয়া নিউজ : ভারতীয সিনেমার সর্বোচ্চ সরকারি পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার পাওযার পরে আপ্লুত মিঠুন চক্রবর্তী। সোমবার তিনি জানান, ফুটপাত থেকে লড়ে এই জায়গায় তিনি পৌঁছেছেন। তাঁর ভক্তরা তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। সে জন্য তিনি এই পুরস্কার ভক্তদের উৎসর্গ করলেন।
মিঠুন সাংবাদ মাধ্যমে আরও বলেছেন, তাঁর কাছে শব্দ নেই। তিনি কাঁদতেই পারছেন না, হাসতেও পারছেন না। এটা এত বড় ব্যাপার, তিনি কল্পনাও করতে পারেন না। চলতি বছরেই মিঠুন পদ্মবিভূষণ পেয়েছেন।