আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বসানো হচ্ছে দশটি নতুন অত্যাধুনিক ডায়ালিসিস মেশিন। মেশিন বসানোর সাথে সাথে চলছে প্রয়োজনীয় জলাধার বসানোর কাজ। ডায়ালিসিস মেশিন সহ জলাধার বসানোর কাজ পরিদর্শন করলেন আলিপুরদুয়ার এর বিধায়ক তথা আলিপুরদুয়ার জেলা হাসপাতাল রুগি কল্যান সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল। তিনি জানান হাসপাতালে পাঁচটি ডায়ালিসিস মেশিন আছে। সেগুলি পুরনো হয়ে গেছে এবং বারবার সারাই করার পরো মাঝে মাঝেই সেগুলি বিকল হয়ে যাচ্ছে। একারনে রুগীদের পরতে হয় বিপাকে। মেশিন খারাপ হয়ে ডায়ালিসিস পরিষেবা বন্ধ হয়ে যায়। পরিস্থিত সামাল দিতেই নতুন দশটি মেশিন বসানো হচ্ছে আর দ্রুত এগুলি স্থাপনের কাজ শেষ করে ডায়ালিসিস পরিষেবা চালু করা হবে বলেও তিনি জানান।
