আমুদরিয়া নিউজঃ সদ্য হয়ে যাওয়া উত্তরবঙ্গের মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে পরাজিত হয়েছে বিজেপি। ২০১৬ সাল থেকে এই আসনটি বিজেপির দখলে ছিল। কিন্তু উপ নির্বাচনে এবার বিজেপিকে পরাজিত করে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়প্রকাশ টপ্পো। দীর্ঘ কয়েক বছর এই আসনে ক্ষমতায় থাকা পদ্ম শিবিরের পরাজয়ের কারণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে আজব যুক্তি আলিপুরদুরের সাংসদ মনোজ টিগগার। রবিবার সাংবাদিকদের তিনি বলেন, বিধায়ক ও সাংসদরা উন্নয়ন করে না। উন্নয়ন করে রাজ্য সরকার। সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের। উন্নয়নের কাজ করবে তারা।
বিজেপি সাংসদের এহেন বক্তব্যে অবাক হচ্ছেন অনেকে। যেখানে একজন বিধায়ক কিংবা সাংসদ জনগণের জন্য বিভিন্ন উন্নয়নের কাজের প্রতিশ্রুতি দিয়ে থাকেন সেখানে বিজেপি সাংসদের এই অদ্ভুত যুক্তি অন্য মাত্রা দিয়েছে। মাদারিহাট বিধানসভা আসনে হেরে যাওয়ায় জেলা বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে দলীয় কর্মীদের অনেকে। বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ জন বারলা সরাসরি আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগগাকে নিশানা করেছেন। জেলায় তার একনায়ক তন্ত্র চলছে বলে অভিযোগ বারলার। তারপর মনোজ টিগগার এদিনের মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এদিন তিনি আরও বলেন, উপ নির্বাচনে এই ফলাফল দেখে মনে করবেন না যে বিজেপি শেষ। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করবে।