আমুদরিয়া নিউজ ডেস্ক :যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দিনের সফরের প্রথম দিনেই বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। সূত্র অনুযায়ী, ভারত ও যআমেরিকা রবিবার বহু বিলিয়ন ডলারের ড্রোন চুক্তি করেছে।
সংবাদ সংস্থা জানিয়েছে, ভারত যুক্তরাষ্ট্র থেকে ৩১টি এমকিউ-৯বি স্কাই গার্ডিয়ান ও সি গার্ডিয়ান ড্রোন কিনছে। দুই নেতাই এই ড্রোন চুক্তির বিস্তারিত নিয়ে আলোচনা করেছেন। সীমান্ত বরাবর সশস্ত্র বাহিনীর নজরদারি যন্ত্র বাড়াতে ভারত এসব ড্রোন কিনছে। বিশেষ করে চীনের সঙ্গে সীমান্ত বরাবর। মোদি জানান, কোয়াডের বৈঠকের আগে বাইডেনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে।