আমুদরিয়া নিউজ : জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শনিবার ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৮-১৯ নভেম্বর বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা এই সম্মেলনে শামিল হবেন। ২০২৩ সালে জি২০ সম্মেলনের আয়োজক দেশ ছিল ভারত। দিল্লিতে গত বছরের ১০ নভেম্বর সেই বৈঠকের শেষে মোদি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার হাতে আনুষ্ঠানিক ভাবে সভাপতিত্বের ‘গাভেল’ তুলে দেন। প্রথা মেনে এ বারের শীর্ষবৈঠকের আয়োজক দেশ ব্রাজিল। তবে, মোদির পাঁচ যতদিনের সফরে ব্রাজিলের পাশাপাশি থাকছে নাইজেরিয়া এবং ঘানা। শনিবার দুপুরে নাইজেরিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী দু’দিন সেখানেই কাটাবেন তিনি।