আমুদরিয়া নিউজ ডেস্ক: সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মইন আলি। মইন আলি ইংল্যান্ডের একজন বিখ্যাত ক্রিকেটর। তিনি টেস্ট ক্রিকেটে ৩০০০ হাজার রান ও ২০০ টি উইকেট নেওয়ার রেকর্ডে বিশ্বে ১৬ তম স্থান দখল করেছেন। লিমিটেড ওভার ক্রিকেটে ইংল্যান্ডের টিমে সহ অধিনায়ত্ব করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলেও তিনি রয়েল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন।
মইন মুনির আলির জন্ম ১৯৮৭ সালের ১৮ই জুন ইংল্যান্ডে। ক্রিকেটে তিনি অল-রাউন্ডার অর্থাৎ ব্যাটিং, বোলিং, উইকেট কিপিং, ফিল্ডিং সবেতেই তিনি দক্ষ। ব্যাটিং করতেন বাঁ হাতে। ৬৮ টি টেস্ট, ১৩৮ টি ওয়ানডে ইন্টারন্যাশনাল ও ৯২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৩৭ বছর বয়সী মইন আলি এই অবসরের সিদ্ধান্ত নিলেন কারণ তিনি মনে করেন তিনি ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছেন এখন নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার সঠিক সময়।
তিনি জানান, তাঁর ৩৭ বছর বয়স এবং এই মাসের অস্ট্রেলিয়া সিরিজের জন্য তাঁকে বাছাই করা হয়নি। তিনি এটাও জানান, তিনি এখনও খেলতে পারেন, কিন্তু টিমে নতুন প্রজন্মের খেলোয়াড় দরকার।