আমুদরিয়া নিউজ : কোচবিহারে অনুষ্ঠিত হল সিপিআইএমের ২৩ তম সম্মেলন। সোমবার এই সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে একযোগে বিঁধলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক এবং পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে শিল্প ব্যবস্থার হাল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদির সমালোচনায় সরব হন সেলিম। উত্তরবঙ্গে ভালো শিল্পের সম্ভাবনা থাকলেও তা নিয়ে উভয় সরকারের কোন হেলদোল নেই বলে তিনি অভিযোগ করেন।
এদিন সিপিআইএমের কোচবিহার জেলার ২৩ তম সম্মেলন উপলক্ষ্যে প্রকাশ্য সমাবেশ হয় রাসমেলার মাঠে। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সভাবেশ শুরুর আগে কোচবিহার শহরের মরাপোড়া এরিয়া কমিটির দলীয় কার্যালয়ে আসেন তিনি। সেখান তাকে দলীয় কর্মীরা অভ্যর্থনা জানান এবং সংবর্ধনা দেন।
সেখান থেকে দলীয় নেতা কর্মীদের সাথে হেঁটে মিছিল করে রাসমেলা মাঠে প্রকাশ্য সমাবেশে যান। রাসমেলা মাঠ ঢোকার আগে সংলগ্ন এলাকায় পঞ্চানন পার্কে ঠাকুর পঞ্চানন বর্মাকে ফুলের মালা পরিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এদিন সভা মঞ্চে উপস্থিত ছিলেন সিপিআইএমের প্রাক্তন বিধায়ক তমসের আলী মিয়া, সিপিআইএম নেতা ও প্রাক্তন মন্ত্রী অনন্ত রায়, সিপিআইএম নেতা তারিণী রায়, মহানন্দ সাহা, সুভ্রালোক দাস সহ আরও অনেকে।
উত্তরবঙ্গের মানুষ ও কোচবিহার জেলার বেকার যুবকদের কর্মসংস্থান কিভাবে হবে, শিল্প সম্ভাবনা থাকা স্বত্বেও কেন রাজ্য ও কেন্দ্র সরকার কাজে লাগাতে পারছে না, তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন মহম্মদ সেলিম।