আমুদরিয়া নিউজ : রামমন্দির তৈরির পরে ভারত সত্যিকারের স্বাধীনতা পেয়েছে, এ কথা বলেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে বিরোধী দলগুলির তরফে। লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী ওই বক্তব্যের নিন্দা করে দেশবিরোধী বলে অভিযোগ করেছেন। বুধবার ইন্দিরা ভবন উদ্বোধনে রাহুল গান্ধী বলেছেন, মোহন ভাগবত যা বলেছেন, তাতে ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা নিয়ে দেশবাসীকে অসম্মান করা হয়েছে।
রাহুল গান্ধী বলেছেন, ভাগবত যে বলেছেন ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পায়নি, এ কথা প্রতিটি ভারতীয় ব্যক্তির জন্য অপমানজনক। এটা দেশের স্বাধীনতা সংগ্রামীদের অস্বীকার করার সামিল এবং তা দেশ বিরোধিতার পর্যয়ে পড়ে বলে রাহুল গান্ধীর দাবি।