আমুদরিয়া নিউজ : এআইএফএফ অনূর্ধ্ব ১৩- বিভাগীয় জুনিয়র লিগে মহামেডান এর বিরুদ্ধে গোলের বন্যা ভাসিয়ে দিল মোহনবাগানের খুদে খেলোয়াড়রা। বাঁশবেড়িয়ার কিশোর সংঘে মোহামেডানকে ১১-০ গোলে পরাজিত করে তারা। আগের ম্যাচে ইস্টবেঙ্গলকে হারায় তারা। বর্তমানে লিগে শীর্ষস্থানে রয়েছে মোহনবাগান।