আমুদরিয়া নিউজ : মোজা জুতো পরানোর জন্য একটি চেয়ারে বসান হয়েছিল খুদেকে। মা মেঝেতে বসে মোজা জুতো পরাচ্ছিলেন মোবাইল দেখতে দেখতে। তবে মা এই কাজের সময়ও রিলস দেখার লোভ সামলাতে পারেননি। বেখেয়ালে তিনি অবশেষে চেয়ারের পায়াগুলিতেই মোজা এমনকি জুতোও পরিয়ে দেন। খেয়াল হতেই মাথায় হাত মায়ের। ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল।
