আমুদরিয়া নিউজ : ঘরে বসে ছিলেন তরুণ। তাঁর মাকে তিনি ডাকতে থাকেন। মা এসে দাঁড়ান দরজার সামনে। তরুণ জিজ্ঞাসা করে, কী করছিলে ? মা বলেন, পাশের বাড়ির কাকিমার সঙ্গে কথা বলছিলাম। তরুণ বলে, কী কথা ? মা বলেন, পাশের বাড়ির কাকিমা বলছিল তোর ছেলে সারাদিন ঘরে বসে থাকে। ওর একঘেয়ে লাগে না? তরুণ জিজ্ঞাসা করে, তাতে তুমি কী জবাব দিলে? মা বলেন, আমি বললাম তোমার মেয়ের ফোন নাম্বারটা দিও। দেখি ওর সঙ্গে কথা বলে আমার ছেলের একঘেয়েমি কাটে কি না। এবার মাকে জড়িয়ে ধরে তরুণ। সম্প্রতি এই ট্রোল ভিডিওটি ভাইরাল হয়েছে। তাতে নেটিজেনদের কমেন্ট, ওই তরুণের মা দারুণ কুল।
