আমুদরিয়া নিউজ : ছাদে পড়তে বসেছিল ওই ছাত্রী। হঠাৎ একদল বাঁদর আসায় ভয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে যায় সে। ছাত্রীর নাম প্রিয়া কুমারী। ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ান জেলায়। পরিবারের অনুমান কোন বাঁদরই তাকে ধাক্কা মেরেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করা হয়নি।