আমুদরিয়া নিউজ : মহিলাদের নিরাপত্তায় জোর দিয়েছে কোচবিহার জেলা পুলিশ। তার জন্য অনেকদিন আগেই বিশেষ মহিলা উইনার্স টিম তৈরি করেছে পুলিশ। এই দলটি স্কুটিতে করে শহরের বিভিন্ন এলাকায় মহিলা দের সুরক্ষা দেয়। এবার তার পাশাপাশি ই-বাইসাইকেল নিয়ে টহল দিতে দেখা যাবে মহিলা উইনার্স টিমকে।
বুধবার কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে তারই সূচনা হয়। ৩৫ টি ই- বাইসাইকেল তুলে দেওয়া হয় নতুন উইনার্স দলকে। জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এবিষয়ে জানান, এর মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি নারীদের নিরাপত্তা আরও সুদৃঢ় করা যাবে। যেসব জায়গায় স্কুটি নিয়ে উইনার্স টিমের যেতে অসুবিধা হয়, সেখানে সহজে পৌঁছতে পারবে।
১৫ জনের একটি দল কোচবিহারে থাকবে। আর প্রতিটি মহকুমা থানায় ৫ জন করে থাকবে। নারীদের সুরক্ষায় কোচবিহার জেলা পুলিশের এই উদ্যোগে খুশি মহিলারা।