আমুদরিয়া নিউজ : বছরে একবার দল বেঁধে উপকূলে আসে বিপন্ন প্রজাতির অলিভ রিডলে কচ্ছপগুলি। কিন্তু এবার সমুদ্র উপকূলে দেখা গেল হাজারেরও বেশি মৃত কচ্ছপ। ১৯৭২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এই অলিভ রিডলে কচ্ছপগুলিকে বিপন্ন প্রজাতির তালিকায় রাখা হয়। স্থানীয় ভাষায় এদের বলা হয় ‘পাঙ্গুনি আমাই’। ময়নাতদন্তের পর জানা গিয়েছে, জলে ডুবে মৃত্যু হয়েছে সেগুলির। সাধারণত জলের নিচে ৪৫ মিনিট পর্যন্ত শ্বাস ধরে রাখতে পারে এরা। তদন্তকারীদের অনুমান, কোনও মৎসজীবীর জালে আটকে পড়ে কচ্ছপগুলি উপরে আসতে পারেনি।
কচ্ছপ আসার এই সময়ে সমুদ্রের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কারা এই কাজ করেছে তাদের খোঁজ চলছে।