আমুদরিয়া নিউজ : এক আশ্চর্য শখের নমুনা দেখা যাচ্ছে নেট মাধ্যমে। এক কিশোরী মশা মেরে সেগুলিকে জমিয়ে রাখে। জমিয়ে রাখার পদ্ধতিটাও আনকোরা নতুন। মশা মেরে একটি কাগজে সেলোটেপ দিয়ে আটকে রাখে মশাগুলির দেহ। তাদের নিচে নাম দিয়ে লিখে রাখে কবে কোথায় মশাগুলি মরেছিল। যেমন, একটি মশার নাম রমেশ। সে মরেছিল রান্না ঘরে। তার পাশে আবার সুরেশ। সে মরেছিল বাথরুমে। শুধু তাই নয় কবে কোন সময় মরেছিল তাও থাকে নথিবদ্ধ। যেমন, সুরেশ মরেছিল ৩ জানুয়ারি, ৯ টা বেজে ১৫ মিনিটে। রমেশ মরেছিল ১০ ফেব্রুয়ারি, ১০ টা ৩০ মিনিটে। সম্প্রতি ওই কিশোরীকে ভিডিও দেখিয়ে তার মশার রেকর্ড রাখার খাতাটা দেখানো হয়েছে। ভিডিওর ক্যাপশন, মসকিউটো মার্ডার রেকর্ডস।
