আমুদরিয়া নিউজ : এতদিন মশা আমাদের কামড়ে কামড়ে নাজেহাল করেছে। এবার তাঁদের জব্দ করার পালা। এমনই এক বুদ্ধি নিয়ে এক ব্যক্তি প্লাস্টিকের ব্যাগে প্রথমে অনেকগুলিকে মশাকে বন্দি করেন। এরপর তাতে একটি কয়েল জালিয়ে ধোঁয়াটা ভেতরে যেতে দেন। সঙ্গে সঙ্গে মশাগুলি ছটফট করতে থাকে।
