আমুদরিয়া নিউজ : নিজের ছেলের বউকে দেখেছিলেন অন্য এক ব্যক্তির সঙ্গে খাবার খেতে। ব্যস। রাতের বেলায় চুপিচুপি ঘটিয়ে বসেন এক কাণ্ড। ছেলের বউ যখন ঘুমোচ্ছিল তার ঘরে গিয়ে কেটে ফেলেন ছেলের বউয়ের চুল। সম্প্রতি রেডডিট নামের নেটমাধ্যমে ওই গৃহবধূ এই ঘটনা বিস্তারিত জানিয়েছেন। আসলে তিনি তাঁর পুরুষ সহকর্মী কাইলের সঙ্গে মধ্যাহ্নভোজ সারছিলেন। সেই মুহূর্তেই তাঁর শাশুড়ি দেখেন তাঁদের। তিনি ভেবে বসেন তাঁর ছেলের বউ পরকিয়া করছে। তবে ওই মহিলা জানিয়েছেন, তাঁর সহকর্মী কাইল সমকামী। সুতরাং পরকিয়ার প্রশ্নই আসে না। তবে ঘটনায় ওই মহিলার স্বামী তাঁর পাশেই দাঁড়িয়েছেন। তিনিও তাঁর মায়ের কাণ্ডে নারাজ।
