আমুদরিয়া নিউজ : বিয়ের আর আট দিন বাকি। তার আগেই বিয়েবাড়িতে হুলস্থুল কাণ্ড। বিয়ের শপিংয়ের অজুহাতে একসঙ্গে বেরিয়েছিলেন কনের মা ও হবু জামাই। দীর্ঘক্ষণ তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি। অবশেষে জানা গেল, হবু জামাইয়ের হাত ধরেই পালিয়ে গেছেন কনের মা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। খবর প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় তুমুল শোরগোল পড়েছে।