আমুদরিয়া নিউজ : পুত্র সন্তানের মা হলেন ‘বার্বি’ খ্যাত ৩৪ বছর বয়সী হলিউড অভিনেত্রী মার্গো রবি। অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই গত জুলাই মাসে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় রবিকে। প্রযোজক স্বামী টম একারলির সঙ্গে লন্ডনে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। তবে এখনও অনস্ক্রিন বার্বির মা হওয়ার নির্দিষ্ট দিন-ক্ষণ প্রকাশ্যে আসেনি।
