আমুদরিয়া নিউজ : ভিডিওয় দেখা যাচ্ছে একটি বাচ্চা বেড়াল তার মায়ের সঙ্গে মিউ মিউ শব্দে তর্ক জুড়েছে। একদৃষ্টে তাকিয়ে আছে মায়ের দিকে। কিছুক্ষণ পরেই মাকে থাবা তুলে মারতে যায়। মা-ও কম যান না। তার বাচ্চার পুরো মাথাটাই মুখে পুরে তাকে এপাশ ওপাশ করিয়ে বেশ ঘোল খাইয়ে দেন। ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, মায়ের সঙ্গে বেয়াদপি করতে যেও না বাপু।
